শ্রীলংকায় হামলায় শেখ সেলিমের মেয়ে জামাই-নাতি গুরুতর আহত
২১ এপ্রিল ২০১৯ ২৩:১৪
ঢাকা: শ্রীলংকায় বোমা হামলায় বাংলাদেশের যে দুজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া যাচ্ছিল তাদের একজন সাবেক মন্ত্রী শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরী (৭) বলে জানা যাচ্ছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে। ওই শিশুটির অবস্থা সংকটজনক। এর আগে থেকেই গুরুতর আহত হয়ে হাসপাতালে রয়েছেন শেখ সেলিমের মেয়ের জামাই মশিউল হক চৌধুরী প্রিন্স।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।
শেখ সেলিমের মেয়ে, মেয়ে জামাই ও তাদের দুই শিশু সন্তান শ্রীলংকায় ঘুরতে গিয়েছিলেন। সেখানেই রোববার (২১ এপ্রিল) সকালে সিরিজ বোমা হামলার ঘটনার শিকার হয় পরিবারটি।
এরইমধ্যে বিষয়টি নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও। ব্রুনেই সফরে গিয়ে সেখানে বাংলাদেশি কমিউনিটির একটি সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়ে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ’একটা দুঃখজনক ঘটনা হলো, শেখ সেলিমের মেয়ে, মেয়ের জামাই তাদের দুই বাচ্চা নিয়ে শ্রীলংকায় ছিল। তারা রেস্টুরেস্টে খাচ্ছিল। সেখানে বোমা হামলা হয়েছে। জামাইটা আহত হয়ে হাসপাতালে, বাচ্চাটার এখননো কোনো খবর পাওয়া যাচ্ছে না। আপনারা দোয়া করেন। সেখানে ভয়াবহ একটা অবস্থা।’
জায়ান চৌধুরী রাজধানীর উত্তরার সানবিমস স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
সারাবাংলা/এমএম
আরও পড়ুন
শ্রীলংকায় আরও এক হামলা, সব স্কুল বন্ধ ঘোষণা
শ্রীলংকায় বোমা হামলায় শেখ হাসিনার নিন্দা ও শোক
হামলার বিষয়ে আগেই সতর্ক করেছিলেন পুলিশ প্রধান
শ্রীলংকায় কারফিউ জারি, প্রোপাগান্ডা এড়াতে বন্ধ ফেসবুক
শ্রীলংকায় সিরিজ বোমা হামলার সর্বশেষ আপডেট: নিহত ১৫৮
শ্রীলংকায় বাংলাদেশিদের নিরাপদে থাকার আহ্বান হাইকমিশনের