Friday 24 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহজালালের টয়লেট থেকে ৪ কেজি স্বর্ণ উদ্ধার


২২ এপ্রিল ২০১৯ ০৪:২১ | আপডেট: ২২ এপ্রিল ২০১৯ ০৪:৪০

স্বর্ণ উদ্ধার (ফাইল ফটো)

ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেজি ওজনের ৪টি স্বর্ণবার জব্দ করেছে শুল্ক কর্তৃপক্ষ। যার বাজার মূল্য আনুমানিক ২ কোটি টাকা।

রোববার (২১ এপ্রিল) রাত ১টার দিকে স্বণর্বারগুলো জব্দ করা হয় বলে সারাবাংলাকে নিশ্চিত করেছেন ঢাকা কাস্টমস হাউসের উপ কমিশনার অথেলো চৌধুরী।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৮নং বোর্ডিং ব্রিজের টয়লেট থেকে ৪ কেজি স্বর্ণ আটক করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি টাকা। চোরাচালানের সাথে সংশ্লিষ্টদের খুঁজে বের করে পরবর্তী ব্যবস্থা  নেওয়া হবে।

সারাবাংলা/এসজে/ এমএইচ

আরও পড়ুন

শাহজালালে ইউএস-বাংলার বিমান থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার

শাহজালালে যাত্রীর পেটে সাড়ে ৪ হাজার ইয়াবা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর