Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাবি ছাত্র হত্যাচেষ্টা:  ছাত্রলীগ কর্মী গ্রেফতার


২৭ জানুয়ারি ২০১৮ ০৯:২৭ | আপডেট: ১৪ অক্টোবর ২০১৮ ১৯:০০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিনিয়র করেসপন্ডেন্ট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র হত্যা চেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি সৌরভকে রাজধানীর কল্যাণপুর থেকে গ্রেফতার করেছে মিরপুর থানা পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন মিরপুর মডেল থানা পুলিশের এসআই নুরুজ্জামান।

নুরুজ্জামান বলেন, গত ১৭ জানুয়ারি ১১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের দফতর সম্পাদক আশিক ও ছাত্রলীগ কর্মী  সৌরভের নেতৃত্বে বেশ কয়েকজন উঠতি সন্ত্রাসী জাবির প্রথম বর্ষের শিক্ষার্থী সাকিব আহমেদকে ধরে নিয়ে যায়। এরপর মুখে কালো কাপড় বেঁধে হত্যার চেষ্টা চালায় তারা। স্থানীয় কয়েকজন লোক দেখে তা প্রতিহত করলে সাকিব প্রাণে বেঁচে যায়। পরে  আশিককে ছাত্রলীগ থেকে বহিস্কার করা হয়।

বিজ্ঞাপন

ঘটনার পর ২০ জানুয়ারি সাকিবের বাবা মাসুম মিরপুর থানায় মামলা করেন।  সেই মামলাতেই ছাত্রলীগ কর্মী সৌরভকে গ্রেফতার করা হয়। এদিকে আশিকসহ বাকীদেরও পুলিশ খুঁজছে বলে জানান এসআই নুরুজ্জামান।

সারাবাংলা/ইউজে/জেডএফ

কর্মী গ্রেফতার ছাত্রলীগ জাবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর