নেত্রকোনার দুই রাজাকারের রায় বুধবার
২৩ এপ্রিল ২০১৯ ১২:৩৫
ঢাকা: যুদ্ধাপরাধের মামলায় নেত্রকোনার আটপাড়া থানার সোহরাব ফকিরসহ দুই রাজাকারের মামলার রায় বুধবার (২৪ এপ্রিল) ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মঙ্গলবার (২৩ এপ্রিল) বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন ৩ বিচারপতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায়ের জন্য দিন ঠিক করে দেন।
আসামি সোহরাব ফকির ওরফে সোহরাব আলী ওরফে ছোরাপ আলী (৮৮) ছাড়াও অপর আসামি হলেন শান্তি কমিটির সদস্য ও রাজাকার হেদায়েত উল্লাহ ওরফে মো. হেদায়েতুল্লাহ ওরফে আঞ্জু বিএসসি (৮০)।
এর আগে গত ৭ মার্চ এ মামলার শুনানি শেষ করে যে কোনো দিন রায় দেওয়া হবে মর্মে সিএভি (অপেক্ষমান) রাখেন আদালত।
ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর মোখলেছুর রহমান বাদল, সাবিনা ইয়াসমিন খান মুন্নী ও তাপস কান্তি বল। আসামিদের পক্ষে ছিলেন আব্দুর শুক্কর খান।
প্রসিকিউটর তাপস কান্তি বল জানিয়েছেন, এ মামলাটি রায়ের জন্য আগামীকাল দিন ঠিক করেছেন ট্রাইব্যুনাল।
২০১৬ সালের ৮ সেপ্টেম্বর তিন রাজাকারের বিরুদ্ধে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেন তদন্ত সংস্থা। যচাই-বাছাইয়ের পর ২৮ নভেম্বর তা ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউশন।
এ মামলায় তিন আসামি ছিলেন। বিচার চলাকালীন সময়ে রাজাকার এনায়েত উল্লাহ ওরফে মঞ্জু (৭০) মারা যায়।
প্রসিকিউটর মুন্নী বলেন, ‘আসামিদের বিরুদ্ধে আটক, অপহরণ, নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ, হত্যা, গণহত্যা ও দেশত্যাগে বাধ্যকরণের মতো অপরাধের ৬ টি অভিযোগ আনা হয়েছে।
তিন আসামির গ্রামের বাড়ি নেত্রকোনার আটপাড়া থানার কুলশ্রীতে। তবে, আঞ্জু থাকতেন রাজশাহীর বোয়ালিয়া থানার হেতেম খাঁ মেথর পাড়ায়। অন্যদিকে, ছোরাপ একই জেলার মদন থানার জাহাঙ্গীরপুরে থাকেন।
সারাবাংলা/এজেডকে/জেএএম