Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিয়ানমারে খনি ধসে ৫০ জনের মৃত্যুর আশঙ্কা


২৩ এপ্রিল ২০১৯ ১৮:১৯

মিয়ানমারের দক্ষিণাঞ্চলের কোচিনে একটি খনি ধসে অন্তত ৫০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যমের মতে, সোমবার (২২ এপ্রিল) রাতে খনি শ্রমিকরা যখন ঘুমিয়ে ছিলেন তখন খনিতে ধসের ঘটনা ঘটে। তাদের কারও বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ। খবর গালফ নিউজের।

একজন পুলিশ কর্মকর্তা জানান, খনি ধসের ঘটনা এতই ভয়াবহ যে সেখানে একটি কাদার লেক তৈরি হয়েছে। কাদায় তলিয়ে গেছে অন্তত ৪০টি গাড়ি।

তিনি বলেন, ৫৪ জন শ্রমিক এখনো নিখোঁজ। মাত্র দুটি মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। যাদের খোঁজ মিলছে না তাদের বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই।

আরও পড়ুন: শ্রীলংকায় বোমা হামলার দায় স্বীকার করেছে আইএস

এদিকে, মিয়ানমারের তথ্য মন্ত্রণালয় দুর্ঘটনার কথা নিশ্চিত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে, উদ্ধার কাজে ব্যস্ত কর্মীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

মিয়ানমারে খনিগুলোর নিরাপত্তা খুবই কম এবং প্রায়ই দুর্ঘটনার ঘটনা ঘটে। ২০১৫ সালের এক খনি দুর্ঘটনায় ১০০ জনের মৃত্যু হয়েছিল। বারবার প্রতিশ্রুতি দিলেও মিয়ানমার সরকার খনিগুলোর নিরাপত্তায় কোনো ব্যবস্থা নেয়নি।

সারাবাংলা/এনএইচ

খনি ধস মিয়ানমার


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর