খালেদা জিয়ার দুই মামলায় চার্জ শুনানি ১৩ জুন
২৫ এপ্রিল ২০১৯ ০১:৪২
ঢাকা: ভুয়া জন্মদিন পালন ও মানবতাবিরোধী অপরাধীদের মদদ দেওয়ার অভিযোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা দুই মামলার চার্জ গঠনের শুনানির জন্য আগামী ১৩ জুন দিন ধার্য করেছেন আদালত।
বুধবার (২৪ এপ্রিল) ঢাকার মহানগর হাকিম আসাদুজ্জামান নূর আসামি পক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে এই দিন ধার্য করেন।
পুরান ঢাকার বকশিবাজার আদালতে মামলাটি চার্জ গঠন শুনানির জন্য বুধবার (২৪ এপ্রিল) দিন ঠিক ছিল। খালেদা জিয়া অসুস্থ থাকায় শুনানি পেছানোর আবেদন করেন তার আইনজীবীরা। এই দুই মামলায় ২০১৮ সালের ৩১ জুলাই ঢাকা মহানগর দায়রা জজ থেকে জামিন পান খালেদা জিয়া।
একইসঙ্গে খালেদা জিয়া অন্য মামলায় কারাগারে রয়েছেন, সে বিষয়টি আদালতকে জানিয়ে চার্জ শুনানি পেছানোর জন্য আবেদন করেন তার পক্ষের আইনজীবীরা। শুনানি শেষে বিচারক সময়ের আবেদন মঞ্জুর করে পরবর্তী চার্জ শুনানির নতুন দিন ধার্য করেন।
২০১৮ সালের ৫ জুলাই মানবতাবিরোধী অপরাধীদের মদদ দেওয়ার মামলায় মহানগর হাকিম আহসান হাবিব ও ভুয়া জন্মদিন পালনের মামলায় খুরশিদ আলমের আদালত খালেদা জিয়ার জামিন নামঞ্জুর করেন।
মামলা দুটির অভিযোগে বলা হয়, ভুয়া জন্মদিন পালনের অভিযোগে ২০১৬ সালের ৩০ আগস্ট ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম বাদী হয়ে ঢাকা মহানগর হাকিম আদালতে মামলাটি দায়ের করেন।
এছাড়া ২০১৭ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর তেজগাঁও থানার ওসি (তদন্ত) এ বি এম মশিউর রহমান মানবতাবিরোধী অপরাধীদের মদদ দেওয়া সংক্রান্ত মামলাটির প্রতিবেদন দাখিল করেন। ২০১৬ সালের ৩ নভেম্বর এ বি সিদ্দিকী স্বীকৃত স্বাধীনতাবিরোধীদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়ে দেশের মানচিত্র ও জাতীয় পতাকার মানহানি ঘটানোর অভিযোগে ঢাকার মহানগর হাকিম আদালতে মানহানির মামলাটি দায়ের করেছিলেন।
সারাবাংলা/এআই/ইউজে/পিএ