Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নড়াইলের উন্নয়নে মাস্টার প্ল্যান করেছি: মাশরাফি


২৬ এপ্রিল ২০১৯ ০৮:১৬

ঢাকা: নড়াইল ২ আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের তারকা মাশরাফি বিন মর্তুজা এলাকার উন্নয়নের জন্য মাস্টার প্ল্যান করার কথা জানিয়েছেন। এ সময় তিনি নড়াইলকে মডেল জেলা ও সুন্দর বাসযোগ্য ‘ক্লিন নড়াইল গ্রিন নড়াইল’ গড়ে তুলতে স্থানীয় প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করেন।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) নড়াইল জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধীজনের সঙ্গে মতবিনিময় করেন মাশরাফি বিন মর্তুজা।

বিজ্ঞাপন

 

মাশরাফি বলেন, ‘নড়াইলের উন্নয়নে মাস্টার প্ল্যান করেছি। আমরা একটি পরিকল্পিত মডেল নড়াইল জেলা গড়তে চাই। ইতোমধ্যে কাজ শুরু করেছি। নড়াইল পৌরসভার উন্নয়নে ইতিমধ্যে পাঁচ কোটি ৩০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বিভিন্ন নদী তীরবর্তী এলাকায় ভাঙন রোধে কাজ করে চলেছি।’

তিনি আরও বলেন, ‘স্বাস্থ্যসেবা, শিক্ষাব্যবস্থার উন্নয়ন, বিভিন্ন সড়কের মেরামত ও উন্নয়ন, নদীভাঙন রোধ, ক্রীড়াঙ্গনের উন্নয়নের মাধ্যমে যুবসমাজকে ক্রীড়ামুখী করা, মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে ফিরিয়ে আনা, শিক্ষিত বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের ব্যবস্থা করাসহ উন্নয়নের জন্য সবসময় চেষ্টা চালিয়ে যাব।এসব উদ্দেশ্য সফলভাবে বাস্তবায়নের জন্য প্রশাসন, সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সহযোগিতা কামনা করছি।’

এ সময় দুর্নীতিকে প্রশ্রয় না দিয়ে বিভিন্ন দফতরে স্বচ্ছতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান মাশরাফি বলেন, ‘ব্যক্তিগত সহযোগিতা বা চাকরির তদবিরের জন্য না এসে আমাকে এলাকার উন্নয়নে পরামর্শ দিন।আমার নাম ভাঙিয়ে কেউ যদি কোনো প্রকার প্রতারণা না করতে পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানাই।’

বিজ্ঞাপন

সম্প্রতি নড়াইল সদর থানার কোমখালী গ্রামের এক শিশু কন্যার পা কেটে নেয় সন্ত্রাসীরা। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মাশরাফি বলেন, ‘এসব সন্ত্রাসীদের কোনো প্রকার ছাড় দেয়া হবে না। এলাকায় কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম হতে দেয়া যাবে না। চিহ্নিত দুষ্কৃতিকারীরা ছাড় পেলে সমাজ এগোবে কিভাবে?’

এ সময় আসন্ন ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দলের জন্য সবার কাছে দোয়া চেয়ে নেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি।
একাদশ জাতীয় নির্বাচনে এলাকাবাসীর কাছে দেয়া নির্বাচনী প্রতিশ্রুতিতে মাশরাফি বলেছিলেন এলাকায় যে উন্নয়ন কাজ হবে, সেগুলো আমি নিজে তদারকি করব।’

সম্প্রতি শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লীগে চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডকে নেতৃত্ব দিয়েছেন মাশরাফি বিন মর্তুজা। লীগ শেষে তাই দুইদিনের ছুটি পেয়ে নিজের প্রতিশ্রুতি পূরণ করতে তিনি নড়াইলের উন্নয়ন কাজের খোঁজ নিতেই চলে গেলেন। আগামী ২৮ এপ্রিল পর্যন্ত তিনি নড়াইলে অবস্থান শেষে ঢাকায় ফিরে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিবেন।

সারাবাংলা/এসবি

নড়াইল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল মাশরাফি বিন মর্তুজা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর