Wednesday 11 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাহিদুরের শপথের পেছনে সরকারের চাপ: মির্জা ফখরুল


২৬ এপ্রিল ২০১৯ ১১:৩৪

ঢাকা: বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য মো. জাহিদুর রহমানের শপথের পেছনে সরকারের চাপ আছে বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৬ এপ্রিল) সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘শপথের পেছনেও নিঃসন্দেহে সরকারের চাপ আছে। যারাই শপথ নেবে, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ হিসেবে ব্যবস্থা নেওয়া হবে।’

বাংলাদেশের রাজনীতিতে চাপ একটি স্বাভাবিক ঘটনা উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘বাংলাদেশে বরাবরই দল ভাঙার চেষ্টা হয়েছে, কিছু দল ভেঙেও গেছে। কিন্তু বিএনপিকে ভাঙার চেষ্টা করে কোনো লাভ হয়নি। বিএনপি সবসময় স্ব-মহিমায় জনগণের কাছে গেছে। এবারের কারচুপির নিবার্চনেও বিএনপি দ্বিতীয় অবস্থানে ছিলো। আমরা সবসময় মনে করি বিএনপি জনগণের একটি দল।’

এসময় দলের ভেতরে কোনো বিশৃঙ্খলা আছে কি না তা জানতে চান সাংবাদিকরা। জবাবে বিএনপির মহাসচিব বলেন, ‘দলে বিশৃঙ্খলা আছে বলে আমরা মনে করি না।’ তবে সংসদ সদস্য জাহিদুর রহমান দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে শপথ নেওয়ায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মির্জা ফখরুল।

সংসদে খালেদা জিয়ার মুক্তির দাবিই প্রথম অঙ্গীকার এমপি জাহিদের

তবে এই শপথ বিএনপিতে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘একজন ব্যক্তি যদি নিজে কোনো সিদ্ধান্ত নেয় তাতে দলের কোনো ক্ষতি হয় না। দলে বিশৃঙ্খলা আছে বলে আমরা মনে করি না। এই ধরনের ঘটনা অতীতেও ঘটেছে, এতে আমরা উদ্বিগ্ন নই।’

এর আগে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে দলীয় সিদ্ধান্ত অমান্য করে শপথ নেন ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রাণীশংকৈল) আসন থেকে নির্বাচিত বিএনপি নেতা জাহিদুর রহমান। তিনি জানান, সংসদে দাঁড়িয়ে খালেদা জিয়ার মুক্তির দাবি জানানোই প্রথম অঙ্গীকার তার। সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর কাছে দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের আহ্বানও জানাবেন তিনি।

সারাবাংলা/এসজে/এসএমএন

জাহিদুর রহমানের শপথ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল সরকারের চাপ


বিজ্ঞাপন
সর্বশেষ

নড়াইলে মাশরাফিসহ ৯০ জনের নামে মামলা
১১ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৪০

সরকারের প্রথম একনেক ১৮ সেপ্টেম্বর
১১ সেপ্টেম্বর ২০২৪ ১৪:১৩

সম্পর্কিত খবর