Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাঙ্গামাটিতে অন্ত:সত্ত্বা জনপ্রতিনিধিকে ধর্ষণের অভিযোগ


২৭ এপ্রিল ২০১৯ ০৬:৪৬ | আপডেট: ২৭ এপ্রিল ২০১৯ ০৮:৩৬

রাঙ্গামাটি: রাঙ্গামাটিতে একটি ইউনিয়ন পরিষদের অন্তঃসত্ত্বা নারী সদস্যকে ধর্ষণের অভিযোগ উঠেছে। পাঁচ মাসের অন্ত:সত্ত্বা নারী  শুক্রবার (২৬ এপ্রিল) রাতে এই ঘটনায় মামলা করেছেন। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন ‘ভুক্তভোগী থানায় মামলা দায়েরের পর অভিযুক্ত ঝংকু চাকমা বাবলুকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে ঝংকু চাকমা অভিযোগের সত্যতা স্বীকার করেছেন।’

বিজ্ঞাপন

ধর্ষণ মামলার প্রমাণ সংগ্রহের জন্য বর্তমানে ভুক্তভোগী নারীকে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে বলে জানান ওসি।

ভুক্তভোগীর স্বামী বলেন, ‘আমার স্ত্রী ৫ মাসের অন্ত:সত্ত্বা। এমন কাজের জন্য গর্ভের সন্তানের ক্ষতি হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিবো।’

অভিযুক্ত ঝংকু চাকমার (বাবলু) বাড়ি লংগদু উপজেলার ছোট কাট্টলি এলাকায়।

সারাবাংলা/এসবি

ধর্ষণ রাঙামাটি

বিজ্ঞাপন

বিবেকের খাঁচায় বন্দি সবাই
১২ এপ্রিল ২০২৫ ১৫:১৭

আরো

সম্পর্কিত খবর