Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রীলংকা উপকূলে ঘূর্ণিঝড় ফণি, আসতে পারে বাংলাদেশে


২৮ এপ্রিল ২০১৯ ১২:৪২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ঘূর্ণিঝড় ফণি এখন শ্রীলংকার উপকূলবর্তী দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ও এর আশপাশের এলাকায় অবস্থান করছে। এটি আরো ঘণীভূত হয়ে উত্তরপশ্চিম দিকে ভারতের অন্ধ্রপদেশের দিকে অগ্রসর হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এছাড়া আগামী মাসের শুরুতে দিক পরিবর্তন করে বাংলাদেশেও আসতে পারে বলে আশংকা করা হচ্ছে।

ফণির কারণে বাংলাদেশের সমুদ্র বন্দরগুলোকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এ বিষয়ে আবহাওয়াবিদ মো. আফতাব উদ্দিন সারাবাংলাকে বলেন, ফণি শ্রীলংকা উপকূলের কাছেই রয়েছে। এটি বর্তমানে ৭ ডিগ্রি উত্তর অক্ষাংশে এবং ৮৭.৯ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছে। আরও ঘনীভূত হয়ে ফণি উত্তর-পশ্চিম মুখী হয়ে ভারতের অন্ধ্রপদেশের দিকে যাচ্ছে। এর প্রভাবে সাগর উত্তাল রয়েছে। তবে বাংলাদেশ অংশে এখনই তেমন কোনো ক্ষয়-ক্ষতির আশংকা নেই। যদি আগামী ৪ বা ৫ মে ফণি ঘুরে উত্তর-পূর্ব দিকে আসে তাহলে সেটি বাংলাদেশে আঘাত হানতে পারে।

বিজ্ঞাপন

ফণির প্রভাবে দেশের ময়মনসিংহ, সিলেট, বগুড়া ও রংপুরে বৃষ্টির হচ্ছে বলেও জানান এই আবহাওয়াবিদ।

এছাড়া, আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, নিরক্ষীয় ভারত মহাসাগর ও এর সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি সামান্য উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ফণিতে পরিণত হয়। ফণি বঙ্গোপসাগরে অবস্থান করার সময়ে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে।

বজ্রবৃষ্টি ও কোথাও কোথাও শিলাবৃষ্টিরও আশঙ্কা রয়েছে। এছাড়া দেশের অন্যান্য স্থানের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

তবে বরিশাল, পটুয়াখালী ও ফরিদপুর অঞ্চলসহ খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।

সারাবাংলা/এসএমএন

ঘূর্ণিঝড় ফণি ফণি