Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল ছোট ভাইয়ের, বড় ভাই আহত


২৯ এপ্রিল ২০১৯ ০২:৩১ | আপডেট: ২৯ এপ্রিল ২০১৯ ০৬:৪৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর মগবাজারে ট্রেনে কাটা পড়ে মাবিল হোসেন রিফাত (২৬) নামে একজনের মৃত্যু হয়েছে। তার বড় ভাই রিয়াজ (৪০) গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২৯ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে মগবাজার রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এসময় দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন। বড় ভাই রিয়াজ সেখানেই জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

হাতিরঝিল থানার সহকারী উপপরিদর্শক আবদুল গফুর জানান, মগবাজার রেলক্রসিংয়ের ওপর রিফাত ও রিয়াজকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ সেখানে যায়। তাদের পাশে একটি মোটরসাইকেলও পড়ে থাকতে দেখা গেছে।
রিফাত ও রিয়াজের বাবা সেলিম হোসেন। তাদের বাসা শাহজাহানপুরের গুলবাগ এলাকায়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/টিসি

ট্রেনে কাটা ট্রেনে কাটা পড়ে মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর