শ্রীলংকায় জনসম্মুখে নিষিদ্ধ ‘মুখঢাকা বোরকা’
২৯ এপ্রিল ২০১৯ ১২:২৫
খ্রিস্টানদের ধর্মীয় অনুষ্ঠান ইস্টার ডে’তে সিরিজ বোমা হামলার ঘটনায় নিরাপত্তা জোরদার করেছে শ্রীংলকা। সেই রেশ ধরে এবার দেশটির জনসম্মুখে ‘মুখঢাকা বোরকা’ নিষিদ্ধ করা হয়েছে। শ্রীলংকার প্রেসিডেন্টের অফিস এতথ্য জানায়। খবর বিবিসির।
এর আগে, গত ২১ এপ্রিলের ওই হামলায় একজন নারী আত্মঘাতী হামলাকারীর জড়িত থাকার কথাও জানিয়েছিল শ্রীলংকার পুলিশ।
দেশটির কর্তৃপক্ষ জানায়, ব্যক্তি পরিচয় শনাক্ত করতে সমস্যা হয় এমন পোশাক জনসমক্ষে পরা যাবেনা। জাতীয় নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ‘নিকাব বা বোরকা’র কথা সরাসরি ওই বিবৃতিতে বলা হয়নি।
শ্রীলংকার হোটেল ও গির্জায় আত্মঘাতী হামলার ঘটনায় এ পর্যন্ত ২৫৩ জনের মৃত্যু হয়েছে। হামলার দয়িত্ব শিকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। সংগঠনটি অনলাইনে আট আত্মঘাতী হামলাকারীর ছবি ও ভিডিও প্রকাশ করে।
চরমপন্থী জঙ্গিদের ধরতে দেশজুড়ে জারি রয়েছে উচ্চ সতর্কতা। অভিযান চালাচ্ছে সেনা-পুলিশের যৌথ বাহিনী। গোয়েন্দা সূত্রগুলো জানাচ্ছে, আবারও হামলার শিকার হতে পারে শ্রীলংকা।
সারাবাংলা/এনএইচ