Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে অন্তত ২৯ জনের মৃত্যু


২৯ এপ্রিল ২০১৯ ১৫:৩৩

মৌসুম বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ইন্দোনেশিয়ায় অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও ডজন খানেক লোক। এছাড়া, প্রাণহানি এড়াতে কয়েক হাজার মানুষকে এরইমধ্যে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। খবর রয়টার্সের।

স্থানীয় সময় সোমবার (২৯ এপ্রিল) দেশটির দুর্যোগ বিষয়ক সংস্থা এসব তথ্য জানায়। গত ২৬ ও ২৭ এপ্রিল সুমাত্রার দক্ষিণ-পশ্চিমের বেংকুলু রাজ্যে এসব হতাহতের ঘটনা ঘটে।

আরও পড়ুন: সেনা-ছদ্মবেশে শ্রীলংকার পাঁচ স্থানে আবারও হামলার আশঙ্কা

বন্যার পানিতে প্লাবিত হয়েছে সেখানের বিস্তৃত অঞ্চল। ক্ষতিগ্রস্ত হয়েছে শতশত বাড়িঘর। ভূমিধসের কারণে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে দুটি জেলার।

বন্যায় বাস্তুচ্যুত মানুষরা খাবার ও বিশুদ্ধ পানির সংকটে রয়েছে। কর্তৃপক্ষ রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে।

সারাবাংলা/এনএইচ

ইন্দোনেশিয়া বন্যা বন্যা ও ভূমিধস ভূমিধস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর