লোকসভা নির্বাচন: নয় প্রদেশে ৭২ আসনে ভোটগ্রহণ
২৯ এপ্রিল ২০১৯ ২২:৪১
ভারতে লোকসভা নির্বাচনে চতুর্থ দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) নয় প্রদেশজুড়ে এই দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। খবর দ্য হিন্দুর।
ভারতের ১৭ তম লোকসভার প্রথম দফা অনুষ্ঠিত হয় ১১ এপ্রিল। সবমিলিয়ে সাত দফায় অনুষ্ঠিত হবে পুরো নির্বাচন। সর্বশেষ দফা অনুষ্ঠিত হবে ১৯ মে। ভোট গণনা শেষ হবে ২৩ মে। ধারণা করা হচ্ছে সেদিনই ফলাফল ঘোষণা করা হবে।
আরও পড়ুন- ভারতের লোকসভা নির্বাচন নিয়ে একটি সহজ গাইড
নির্বাচনের চতুর্থ দফা অনুষ্ঠিত হয়েছে ১২ প্রদেশজুড়ে ৭২ আসনে। এর মধ্যে, মহারাষ্ট্রে ১৭ আসন; রাজস্থানে ১৩ আসন; উত্তর প্রদেশ ও ওদিশার প্রত্যেকটিতে ৬ আসন; বিহারে ৫ আসন; ঝাড়খণ্ডে ৩ আসন; জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ আসনের এক অংশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
সারাবাংলা/আরএ