শেয়ারবাজার নিয়ে কাউকে খেলতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী
৩০ এপ্রিল ২০১৯ ২২:৪৮
সংসদ ভবন থেকে: পুঁজিবাজার নিয়ে কাউকে খেলতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, শেয়ারবাজারে আমরা সব ধরনের সুযোগ দিচ্ছি। এখানে আগে অনেক ঘটনা ঘটে গেছে। আমরা স্থিতিশীল করার চেষ্টা করে যাচ্ছি। এ নিয়ে খুব বেশি শঙ্কিত হওয়ার কিছু নেই। যা যা নিয়ন্ত্রণ করার, সে পদক্ষেপ আমরা নিচ্ছি। তবে কেউ যদি গেম খেলতে চায়, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি ও নেব। তাদের ছাড় দেওয়া হবে না।
আরও পড়ুন- জার্সি নিয়ে বিতর্কের কিছু নেই, সংসদে প্রধানমন্ত্রী
মঙ্গলবার (৩০ এপ্রিল) একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে সমাপনী ভাষণে তিনি এসব কথা বলেন। এসময় তিনি বিএনপির যেসব সংসদ সদস্য শপথ নিয়ে সংসদে এসেছেন, তাদের ধন্যবাদ জানান।
প্রধানমন্ত্রী বলেন, শেয়ার বাজার কিছুটা সমস্যা রয়েছে। কোন শেয়ারে কতটা ঝুঁকি, কোন শেয়ারের মূল্য কত, এসব চিন্তা করে অর্থ লগ্নি করতে হবে। কোন শেয়ার কিনছেন, তাতে লাভ হবে কি না, তা বিবেচনা করে তবেই লগ্নি করার আহ্বান জানান তিনি।
সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রসঙ্গে সংসদে প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাস-জঙ্গিবাদকে আমরা প্রতিহত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। যারা ধর্মের অপব্যবহার করে মানুষ হত্যা করে যাচ্ছে, নিরীহ মানুষকে হত্যা করছে, তারা কিভাবে বেহেশতে যাচ্ছে? মানুষ হত্যা মহাপাপ। যারা সন্ত্রাসী-জঙ্গিদের এ শিক্ষা দিচ্ছে, তারা নিজেরা তো মরছে না। তারা আগে কেন বেহেশতে যাচ্ছে না? নিরীহদের প্ররোচিত করে তারা মৃত্যুর দিকে এগিয়ে দিচ্ছে। ধনী ও ভালো ভালো শিক্ষিত ছেলেমেয়েদেরকে এ দিকে ঠেলে দিচ্ছে। এসব ধর্মান্ধদের বিষয়ে সতর্ক থাকতে হবে। তবে যেকোনো মূল্যে আমরা জঙ্গি ও সন্ত্রাসকে প্রতিহত করছি ও করব।
ওয়াসার পানি নিয়ে বিরোধী দলীয় উপনেতা রওশন এরশাদের বক্তব্যের প্রসঙ্গ টেনে সংসদ নেতা বাড়ির ট্যাংক পরিষ্কার রাখার আহ্বান জানান। তিনি বলেন, অনেক সময় ট্যাংক পরিষ্কার না থাকলে পরিষ্কার পানি পাওয়া যায় না। তবে কোথাও ওয়াসার পানি যদি খারাপ থাকে, পানিতে দুর্গন্ধ পাওয়া যায়, তাহলে খবর দেবেন। ব্যবস্থা নেওয়া হবে।
প্রধানমন্ত্রী বলেন, ২১০০ সাল পর্যন্ত আমরা ডেলটা প্ল্যান করেছি। আমরা বিশ্বে উন্নত দেশ হিসেবে নিজেদের উন্নীত করব। এরই মধ্যে কেউ আর আমাদের দরিদ্র দেশ হিসেবে দেখে না। বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল।
প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্য দিয়ে একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শেষ হয়। পাঁচ কার্যদিবসের এ অধিবেশনটি শুরু হয় ২৪ এপ্রিল। অধিবেশনে তিনটি বিল পাস হয়।
সারাবাংলা/এএইচএইচ/টিআর