Friday 02 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিমানের এমডিকে অব্যাহতি


৩০ এপ্রিল ২০১৯ ২৩:১৮

ঢাকা: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ এম মোসাদ্দিক আহমেদকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে বিমানের প্রধান কার্যালয় বলাকায় অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মহিবুল হক সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সচিব বলেন, পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

কী কারণে মোসাদ্দিক আহমেদকে অব্যাহতি দেওয়া হয়েছে, জানতে চাইলে মহিবুল হক বলেন, তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ ছিল।

পরিচালনা পর্ষদের সভায় সিদ্ধান্ত হয়, নতুন এমডি নিয়োগ না পাওয়া পর্যন্ত বিমানের পরিচালক (ফ্লাইট অপারেশন) ক্যাপ্টেন ফারহাত হাসান জামিল এমডি হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।

বিমানের এমডি হিসেবে মোসাদ্দিক আহমেদের মেয়াদ ছিল আগামী ৩০ মে পর্যন্ত। টানা তিন মেয়াদে তিনি এ দায়িত্ব পালন করেন।

সারাবাংলা/এইচএ/জেএ/টিআর

এ এম মোসাদ্দিক আহমেদ বিমানের এমডি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর