জাতীয় বিশ্ববিদ্যালয়ের শনিবারের পরীক্ষা স্থগিত
৩ মে ২০১৯ ১২:৩৭
ঢাকা: অনিবার্য কারণে শনিবার (৪ মে) জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। ওইদিনের পরীক্ষার সূচি পরে জানিয়ে দেওয়া হবে বলেও জানানো হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে।
জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পূর্ব ঘোষিত অন্যান্য পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত থাকবে। তবে, ফণীর কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে কি না সে বিষয়ে কিছু জানায়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এদিকে, এরইমধ্যে ঘূর্ণিঝড় ফণী ভারতের উড়িষ্যা রাজ্যের উপকূলে শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে আঘাত হেনেছে। ঝড়ের পাশাপাশি সেখানে প্রচুর বৃষ্টিপাত শুরু হয়েছে। বাতাসের গতিবেগ রয়েছে ঘণ্টায় সর্বোচ্চ ২৪৫ কিলোমিটার।
ভারতে ফণীর আঘাতের পরেই বাংলাদেশেও শুরু হয়ে গেছে এর প্রভাব। এর মধ্যে দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি শুরু হয়েছে। আগামীকাল (৪ মে) বিকেল পর্যন্ত সারাদেশে থেমে থেমে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
এর আগে শুক্রবার সন্ধ্যা নাগাদ ফণী বাংলাদেশে আঘাত হানার কথা থাকলেও তা মধ্যরাতে বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে, বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮০ থেকে ১শ কিলোমিটার থাকায় ক্ষয়ক্ষতির আশংকা কম বলে মনে করছে আবহাওয়া অফিস।
সারাবাংলা/এমএইচ