Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাহাড়ে সংযোগ বিদ্যুৎ বিচ্ছিন্ন করতে যাওয়া কর্মীদের ওপর হামলা


৩ মে ২০১৯ ২১:৩২

চট্টগ্রামব্যুরো: চট্টগ্রাম নগরীতে পাহাড়ে অবৈধভাবে বসবাসরতদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কর্মকর্তা-কর্মচারীরা। এসময় তারা বিদ্যুৎ বিভাগের দু’টি গাড়ি ভাঙচুরের পাশাপাশি পর্যটন স্পট সি-ওয়ার্ল্ডের বিভিন্ন স্থাপনাও ভাঙচুর করেছে।

শুক্রবার (৩ মে) দুপুরে নগরীর আকবর শাহ থানার ফয়’স লেকের কনকর্ড সি-ওর্য়াল্ডের পেছনে এই হামলার ঘটনা ঘটেছে।

পিডিবি চট্টগ্রাম অঞ্চলের প্রধান প্রকৌশলী প্রবীর কুমার সেন সারাবাংলাকে জানান, সি-ওর্য়াল্ডের পেছনে তিন নম্বর ঝিলপাড়ের বিজয়নগর ও জিয়ানগর এলাকায় অবৈধ বিদ্যুৎ সংযোগের একটি ট্রান্সফরমার অপসারণ করতে গেলে সেখানকার বাসিন্দারা প্রথমে বাধা দেয় ও পরে হামলা চালায়। এসময় তারা ইট-পাটকেল ছুঁড়ে পিডিবি’র দু’টি গাড়ি ক্ষতিগ্রস্ত করেছে।

আরও পড়ুন- দ্বীপের ২০ হাজার মানুষ নিরাপদে, সরানো যায়নি পাহাড়ের বাসিন্দাদের

কনকর্ড সি-ওয়ার্ল্ডের এক কর্মকর্তা সারাবাংলাকে জানান, হামলার সময় স্থানীয় লোকজন ইট-পাটকেল মেরে সি-ওয়ার্ল্ডের কাউন্টার ও গেট ভাঙচুর করেছে।

আকবর শাহ থানার পরিদর্শক (তদন্ত) মুহিবুর রহমান সারাবাংলাকে বলেন, পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের সরানোর জন্য বিদ্যুতের লাইন কাটতে গেলে পিডিবি কর্মীদের ওপর হামলা হয়েছে। খবর পেয়ে আমরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি।

এ ঘটনায় পিডিবির সহকারী প্রকৌশলী শোভন ভৌমিক বাড়ি হয়ে একটি মামলা করেছেন বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

এর আগে, বৃহস্পতিবার (২ মে) জেলা প্রশাসনের একটি টিম একই পাহাড়ে গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছিল।

সারাবাংলা/আরডি/টিআর

ঘূর্ণিঝড় ফণী পাহাড় পিডিবি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর