‘ঝুমা’র অভিভাবকের সন্ধান প্রয়োজন!
৫ মে ২০১৯ ০২:১৬
মাগুরায় বাক-প্রতিবন্ধী এক কিশোরীর মেয়েকে পাওয়া গেছে। মেয়েটি মানসিক ভারসাম্যহীনও। মেয়েটি শুধু জানাতে পেরেছে তার নাম ‘ঝুমা’ ও বাবার নাম ‘মন্টু’। কেউ মেয়েটির অভিভাবকের খোঁজ পেলে যোগাযোগ করার অনুরোধ করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু সুফিয়ান।
এর আগে গত ১ মে, রাত সাড়ে ১০ টার দিকে মাগুরা সদর উপজেলার ভায়না কাঁচা বাজার এলাকায় থেকে মেয়েটিকে পেয়েছেন স্থানীয় ব্যবসায়ী সালাম বিশ্বাস। খবর পেয়ে জেলা প্রশাসক মো: আলী আকবর ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবু সুফিয়ান ওই রাতেই কিশোরীকে উদ্ধার করে শিশু পরিবার কেন্দ্রে পুনর্বাসন করেন। এখন মেয়েটির অভিভাবকদের খোঁজ করা হচ্ছে।
মাগুরার জেলা প্রশাসক মো. আলী আকবর বলেন, জেলা প্রশাসন বাক-প্রতিবন্ধী মেয়েটিকে শুধু মাত্র পুনর্বাসনই করবে না বরং তার অভিভাবকদের হাতে মেয়েটিকে হস্তান্তরের চেষ্টা করছে।
কেউ ঝুমার অভিভাবকের সন্ধান পেলে মাগুরা সদর উপজেলা পরিষদ কার্যালয়ে (মাগুরা-ঝিনাইদহ সড়কের ফায়ার সার্ভিস অফিসের উল্টা দিকে, ফোন: ০১৭৩৩৩৯৯৭৮০) যোগাযোগের অনুরোধ করা হয়েছে।
সারাবাংলা/এনএইচ