নেত্রকোনার ২ আশ্রয়ন প্রকল্পে ঠাঁই হলো ৮৫ পরিবারের
৫ মে ২০১৯ ১৩:৫৮
নেত্রকোনা: জেলার কেন্দুয়া উপজেলার বড়তলা গ্রামে সদ্যনির্মিত দুইটি আশ্রয়ন প্রকল্প উদ্বোধন করা হয়েছে। এই দুই আশ্রয়ন প্রকল্পে ঠাঁই হয়েছে ভূমিহীন ৮৫ পরিবারের। রমজান মাস সামনে রেখে তাদের মধ্যে ইফতারসহ বিভিন্ন খাদ্য সামগ্রীও বিতরণ করা হয়েছে।
রোববার (৫ মে) সকালে স্থানীয় সংসদ সদস্য অসীম কুমার উকিল উপজেলার মোজাফরপুর ইউনিয়নের গগডা উচ্চ বিদ্যালয়ে উপজেলা ভূমি কার্যালয়ের উদ্যোগে নির্মিত আশ্রয়ন প্রকল্পটির উদ্বোধন করেন।
এ সময় অসীম কুমার উকিল আশ্রয়ন প্রকল্পের আওতাভুক্ত ৮৫ জন বাসিন্দার হাতে ঘরে চাবি তুলে দেন। আশ্রয়ন প্রকল্পে স্থান পাওয়া পরিবারগুলোসহ অসচ্ছল দুইশ পরিবারের মধ্যে তিনি খাবার ও নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য বিতরণ করেন। প্রতিটি পরিবারের জন্য ছিল চাল, ডাল, চিনি, ছোলাসহ ৩০ কেজি খাদ্য ও ভোগ্যপণ্য।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিরিন সুলতানার সভাপতিত্বে আশ্রয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভূমি কর্মকর্তা আল-ইমরান রুহুল ইসলাম, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর চৌধুরী, কেন্দুয়া উপজেলার চেয়ারম্যান নুরুল ইসলাম, কেন্দুয়া প্রেসক্লাব সভাপতি আব্দুল কাদির ভূঁইয়া, কেন্দুয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহবুবুল হোসেনসহ অন্যরা।
সারাবাংলা/ওএম/টিআর