Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৌদিতে রোজা শুরু সোমবার


৫ মে ২০১৯ ১৬:৩৭ | আপডেট: ৫ মে ২০১৯ ১৭:৩১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৌদি আরবে আগামীকাল সোমবার (৬ মে) থেকে শুরু হতে যাচ্ছে পবিত্র রমজানের মাস। শনিবার (৪ মে) সন্ধ্যা পর্যন্ত চাঁদ দেখা না যাওয়ায় এক ঘোষণায় এমনটা জানিয়েছে দেশটির চাঁদ দেখা কমিটি। খবর দ্য আরব নিউজের।

চাঁদ দেখার ওপর নির্ভর করে দূরত্ব হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে দুই-একদিনের ব্যবধানে শুরু হয় রমজান মাস। সাধারণত ভৌগোলিক অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যের একদিন পর থেকে বাংলাদেশে শুরু হয় রোজা। একইভাবে ঈদও অনুষ্ঠিত হয় একদিন পর। সে হিসেবে বাংলাদেশে মঙ্গলবার (৭ মে) থেকে রোজা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখনো এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। এ বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য সোমবার বৈঠকে বসবে চাঁদ দেখা কমিটি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, রমজানে রোজা রাখা মুসলিমদের জন্য বাধ্যতামূলক। ইসলামের পাঁচটি মূল স্তম্ভের একটি এটি।

সারাবাংলা/আরএ

চাঁদ রোজা সৌদি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর