জাতীয় চাঁদ দেখা কমিটির সভা সোমবার
৫ মে ২০১৯ ১৮:০৮
ঢাকা: পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য সোমবার বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি।
রোববার (৫ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সন্ধ্যা ৭টায় (বাদ মাগরিব) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ।
বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।
টেলিফোন নম্বর: ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭।
ফ্যাক্স নম্বর: ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১।
‘৩৩৩’ নম্বরে কল করে জানা যাবে রোজার মাসআলা-মাসায়েল
পবিত্র রমজান মাসে যে কোনো মোবাইল অপারেটর থেকে ‘৩৩৩’ নম্বরে কল করে নামাজ, সাহরি ও ইফতারের সময়সূচি এবং জাকাত ও ফিতরা সম্পর্কে বিভিন্ন মাসআলা-মাসায়েল। জনগণের দোরগোড়ায় তথ্য সেবা নিশ্চিত করতে ২০১৮ সালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এই কল সেন্টার চালু করে।
সারাবাংলা/এটি