Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ডাকাতের গুলিতে গৃহকর্তার মৃত্যু


৬ মে ২০১৯ ১১:১৪

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বাঁশখালীতে ডাকাতের গুলিতে মোহাম্মদ আমিন (৫৫) নামে একজনের মৃত্যু হয়েছে। রোববার (৫ মে) দিনগত রাত ৩টার দিকে পুকুরিয়া ইউনিয়নরে পূর্ব সেন্টার পাড়ায় এই ঘটনা ঘটে। মৃত মোহাম্মদ আমিনের পিতা স্থানীয় সৈয়দ আহমদ।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন এই ঘটনা নিশ্চিত করেছেন।

কামাল হোসেন বলেন, রাত ২ টা ৩০ মিনিটের দিকে মোহাম্মদ আমিনের বাসায় ডাকাত হামলা করে। সেসময় মোহাম্মদ আমিন লিচু বাগান পাহাড়া দিচ্ছিলো। তাকে দেখে ডাকাতরা তার বুকে গুলি করে।

গুলিবিদ্ধ অবস্থায় মোহাম্মদ আমিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেকে) আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সারাবাংলা/আরডি/এনএইচ

চট্টগ্রাম ডাকাত হামলা