Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামিন পেলেন ঢাবির সেই শিক্ষার্থী


৬ মে ২০১৯ ১৫:৩৩

ঢাকা: কারাগারে যাওয়া শিক্ষার্থী তানভীরুল আহমেদ জামিন পেয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের এই শিক্ষার্থী গত ২ মে গ্রেফতার হয়েছিলেন। তুচ্ছ ঘটনায় এক সেনাসদস্যের দায়ের করা মামলায় তিনি কারাগারে ছিলেন।

সোমবার (৬ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটর এলাকায় তানভীরের মোটরসাইকেলের সঙ্গে সেনাবাহিনীর একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। এই ঘটনায় দুই পক্ষাই তর্কে জড়ান। পরে গাড়িতে থাকা ব্যক্তিরা তাকে ও তার মামা ফেরদৌসুল হককে শাহবাগ থানায় নিয়ে গিয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

বিসিএস পরীক্ষা দেওয়া হলো না ঢাবি শিক্ষার্থীর

শাহবাগ থানা সূত্র জানায়, সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার জাসেদুল ইসলাম ঢাবি শিক্ষার্থী তানভীরের বিরুদ্ধে গতকাল রাতে মামলাটি করেন। যেসব ধারায় এ মামলা করা হয় সেগুলো হলো-১৮৬/৩৩২/৩৫৩/৪১৯ ও ৩৪। এসব ধারার মধ্যে ১৮৬ নম্বর ধারা হলো- সরকারি কাজে বাধা দেওয়া। ৩৩২ ধারা- সরকারি লোকদের আঘাত করা, ৪১৯ নম্বর ধারা প্রতারণা করা ও ৩৪ নম্বর ধারা হলো এসব করার জন্য পরস্পর যোগসাজশ করা।

সারাবাংলা/এমও

জামিন ঢাবি শিক্ষার্থী

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর