Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁদ দেখা গেছে, মঙ্গলবার রোজা


৬ মে ২০১৯ ১৮:৪৩

ঢাকা: বাংলাদেশের আকাশে পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে। কাল মঙ্গলবার (৭ মে) থেকে রোজা। শুরু হবে সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান।

সোমবার (৬ মে) সন্ধ্যায় দেশের বিভিন্ন স্থান থেকে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেছেন সারাবাংলার প্রতিনিধিরা।

রমজানের চাঁদ দেখা যাওয়ায় আজ এশার নামাজের পর মসজিদে মসজিদে তারাবি নামাজ পড়বেন মুসল্লিরা। আর সোমবার দিবাগত শেষরাতে ধর্মপ্রাণ মুসল্লিরা সেহ্‌রি খাবেন।

পবিত্র রমজান উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসী ও মুসলিম উম্মাহর প্রতি মোবারকবাদ জানিয়ে বাণী দিয়েছেন।

এদিকে, সোমবার সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ।

সভা শেষে তিনি জানান, ৫৪টি জেলা, আবহাওয়া অধিদফতর এবং বাংলাদেশ মহাকাশ গবেষণা অধিদফতর থেকে দেশের আকাশে চাঁদ দেখার তথ্য পাওয়া গেছে। ফলে আগামীকাল মঙ্গলবার থেকে রোজা শুরু হবে।

সারাবাংলা/এসএইচ/এমও

চাঁদ চাঁদ দেখা কমিটি রোজা


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর