যুক্তরাষ্ট্রের স্কুলে দুই ছাত্রের গুলিতে ১ জনের মৃ্ত্যু, আহত ৭
৮ মে ২০১৯ ১১:৫৪ | আপডেট: ৮ মে ২০১৯ ১২:০২
যুক্তরাষ্ট্রের কলোরাডোর একটি স্কুলে ক্লাসরুমে ঢুকে দুই ছাত্রের গুলিতে মারা গেছে ওই স্কুলেরই আরেক এক শিক্ষার্থী। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত সাত জন। খবর রয়টার্সের।
মঙ্গলবার (৭ মে) কলোরাডোর ডেনভারের হাইল্যান্ড র্যাঞ্চ এলাকার সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথ (এসটিইএম) স্কুলে এ ঘটনা ঘটে। সন্দেহভাজন ওই দুই বন্দুকধারী শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ।
রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ডগলাসের কাউন্টি শেরিফ টনি স্পুরলক জানিয়েছেন, দুই সন্দেহভাজনের শিক্ষার্থীর কাছে দুটি পিস্তল পাওয়া গেছে। তারা দুটি ক্লাসরুমে গুলি ছুড়েছে। এদের একজন পূর্ণবয়স্ক ও অন্যজনের বয়স ১৮ বছরের নিচে। ঘটনাস্থলেই ১৮ বছর বয়সী এক ছাত্রের মৃত্যু হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
স্কুলটিতে কিন্ডারগার্টেন থেকে দ্বাদশ গ্রেড পর্যন্ত পড়ানো হয়। ১৮শ’রও বেশি শিক্ষার্থী লেখাপড়া করে ওই স্কুলে।
এ হামলার উদ্দেশ্যে তাৎক্ষণিকভাবে পরিষ্কার হওয়া যায়নি। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
সারাবাংলা/জেডএফ