Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের মামলার প্রতিবেদন ১৭ জুন


৮ মে ২০১৯ ১২:৪৭

ঢাকা: রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭১ জন মারা যাওয়ার ঘটনায় তদন্ত প্রতিবেদন জমার তারিখ পিছিয়েছে। আগামী ১৭ জুন এ মামলার নতুন তারিখ  ঠিক করেছেন আদালত।

বুধবার (৮ মে) মামলাটির প্রতিবেদন দাখিলের জন্য দিন ঠিক ছিলো। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা  প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম কায়সারুল ইসলাম প্রতিবেদন দাখিলের নতুন এ তারিখ ঠিক করেন।

বিজ্ঞাপন

গত ২ এপ্রিল ওয়াহেদ ম্যানশনের মালিকের দুই ছেলের আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। এদিন আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে যাওয়া আসামিরা হলেন- মো. হাসান ও সোহেল ওরফে শহীদ।
পরে ৮ এপ্রিল এ দুই আসামির সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ১৬ এপ্রিল রিমান্ড শেষে এ দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

গত ২০ ফেব্রুয়ারি রাতে চুড়িহাট্টার অগ্নিকাণ্ডে ৭১ জন মারা যান। এ ঘটনায় আসিফ নামের এক ব্যক্তি চকবাজার মডেল থানায় একটি মামলা দায়ের করেন। চকবাজার থানার পুলিশ পরিদর্শক মোরাদুল ইসলাম এ মামলাটিতে তদন্ত কর্মকর্তা হিসেবে কাজ করছেন।

 সারাবাংলা /এআই/জেডএফ

আরও পড়ুন

চকবাজারে আগুন: গ্যাস-বিদ্যুৎ-পানি সংকটে বেড়েছে দুর্ভোগ

চকবাজারে আগুন: ৪৭ জনের লাশ হস্তান্তর

চকবাজারে আগুন: জাতিসংঘ মহাসচিবের শোক, সহায়তার আশ্বাস

অগ্নিকাণ্ড চকবাজার প্রতিবেদন দাখিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর