রংপুরে আলুর ট্রাক উল্টে নিহত এক, আহত ৫
১০ মে ২০১৯ ০২:৪৫
রংপুর: রংপুরের মিঠাপুকুরে আলু বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে বস্তা চাপায় এক শ্রমিকের মৃত্যু ও পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ মে) দিবাগত রাত সাড়ে ১২টায় উপজেলার মালতলা মাদারেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই শ্রমিকের নাম হাসান আলী, বয়স ৪০ বছর। তিনি রংপুর জেলার খোর্দ্দ মাহদীপুর থানার রমজান আলীর ছেলে।
মিঠাপুকুর থানার উপপরিদর্শক নূর মোহাম্মদ আরিফ বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করে জানান, আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেকে) ভর্তি করা হয়েছে।
এছাড়া পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে রংপুর থেকে ঢাকাগামী ট্রাকটি ১৫০ বস্তা আলু নিয়ে মালতলা থেকে আলীপুর নয়ারহাটে উদ্দেশে যাচ্ছিল। গাড়ির ছাদে আলুর বস্তার ওপরে বেশ কয়েকজন শ্রমিক ছিল। ট্রাকটি মালতলা মাদারেরহাট এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্বে খাদে পড়ে যায়। এ সময় আলুর বস্তায় চাপা পড়ে হাসান আলীর মৃত্যু হয় ও কয়েকজন আহত হন। আহত পাঁচজনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বকুল মিয়া নামে একজন শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
মিঠাপুকুর থানার উপপরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ আরিফ আরও বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে।
সারাবাংলা/এআই/এমআই