Tuesday 26 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেমিতে নাদাল, বিদায় নিলেন ফেদেরার


১১ মে ২০১৯ ০৯:৪০ | আপডেট: ১১ মে ২০১৯ ১৬:০৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সময়টা বেশ খারাপ যাচ্ছে সুইস কিংবদন্তি টেনিস তারকা রজার ফেদেরারের। বয়সের ভারে নেই আগের সেই জৌলুস। একে একে বেশ কিছু গ্র্যান্ড স্ল্যাম হাত ছাড়া হয়েছে।

এবারে মাদ্রিদ ওপেনের কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নিয়েছেন এই সুইস। তিন বছর পরে ক্লে কোর্টে ফিরেছেন ফেদেরার। তবে ভাগ্য ফেরেনি তার সাথে।

তবে তার ফেরাটাকে সুখকর হতে দিল না অস্ট্রিয়ান তারকা ডমিনিক থিয়াম। ফেদেরারকে ৩-৬, ৭-৬ ও ৬-৪ সেটে হারিয়ে জায়গা করে নেয় মাদ্রিদ ওপেনের সেমি ফাইনালে।

সেমি ফাইনালে থিয়ামের প্রতিপক্ষ বর্তমানে র‍্যাংকিংয়ের শীর্ষে থাকা সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ।

অন্যদিকে আর এক সুইস টেনিস খেলোয়াড় ওয়ারিঙ্কাকে ৬-১ ও ৬-২ সেটে হারিয়ে সেমি ফাইনালে উঠেছেন রাফায়েল নাদাল। ঘরের মাঠে নাদালের সাথে লড়াইয়ে যেন নামতেই পারেননি ফেদেরারের এই স্বদেশী।

বিজ্ঞাপন

মাত্সর ৬৯ মিনিটে  ম্যাচ জিতে সেমিতে  নাদাল। সেমিতে লড়বেন  নবম বাছাই গ্রীক স্টেফানোস সিটসিপাসের বিপক্ষে।

সারাবাংলা/এসএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর