Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোহিঙ্গা ক্যাম্পের এনজিও কর্মী ইয়াবাসহ আটক


১২ মে ২০১৯ ১৯:৫২

চট্টগ্রাম ব্যুরো: কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে কাজ করা একটি এনজিও’র কর্মী সিরাজুল ইসলাম ইমরানকে (২৪) ইয়াবাসহ আটক করেছে চট্টগ্রামের কোতোয়ালী থানা পুলিশ।

রোববার (১২ মে) সন্ধ্যায় কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন এই তথ্য জানিয়েছেন। শনিবার দিবাগত গভীর রাতে নগরীর ফিরিঙ্গিবাজার ব্রিজঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

সিরাজুল ইসলাম ইমরান টেকনাফ উপজেলার লেদা রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের সিআইসি নামে একটি এনজিও’র নিরাপত্তাকর্মী। তার বাড়ি ওই উপজেলা হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে। তার বাবার নাম নুরুল ইসলামে।

কোতোয়ালী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রব বাদী হয়ে ইমরানের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন। সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

মহসীন সারাবাংলাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইমরানকে আটক করা হয়েছে। তাকে তল্লাশি করে একটি কাপড়ের শপিং ব্যাগে ১ হাজার ৯৮০ পিস ইয়াবা পাওয়া গেছে। ইমরান জানিয়েছেন, ঈদের খরচ জোগাতে ৩০ হাজার টাকার বিনিময়ে তিনি ইয়াবা বহনে জড়িয়ে পড়েন। এর আগেও তিনি কক্সবাজার থেকে বিমানে ঢাকায় ইয়াবা নিয়ে বিক্রি করেছেন।

সারাবাংলা/আরডি/এটি

ইয়াবা রোহিঙ্গা ক্যাম্প

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর