প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছেন ডায়রিয়ায় আক্রান্ত ৬০ জন
১৩ মে ২০১৯ ১৭:৫৭
কুমিল্লা: সারাদেশে বয়ে যাওয়া মৃদু ও মাঝারি তাপপ্রবাহে বেড়েছে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা। এর মধ্যে শিশু ও বয়স্কদের আক্রান্তের হার বেশি।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও কুমিল্লা জেনারেল হাসপাতালে প্রতিদিন ৬০ জন করে ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তি হচ্ছেন। গত ১০ দিনের চিত্রই ছিল এমন।
সোমবার (১৩ মে) হাসপাতাল দু’টি ঘুরে দেখা যায়, শয্যা সংকটে ভর্তি রোগীদের মেঝেতে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রতিদিনই নতুন নতুন রোগী আসছে সংক্রামক ব্যাধি, মেডিসিন ও শিশু ওয়ার্ডে।
কুমিল্লা জেনারেল হাসপাতালে আবাসিক চিকিৎসক (আরএমও) এম এ করিম খন্দকার জানান, গরম বাড়লে সারা দেশেই ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ে। কুমিল্লাতেও বেড়েছে। গত ১০ দিনে প্রতিদিন গড়ে ৬০ জন করে রোগী ভর্তি হচ্ছে। স্বাভাবিক সময়ে আমরা রোগী ভর্তি নিয়ে থাকি ১৫ থেকে ২০ জন।
তিনি বলেন, আমরা পরামর্শ দিয়ে থাকি, সাধারণ মানুষ যেন সচেতন হয়। আক্রান্ত রোগীদের মধ্যে অধিকাংশই শিশু এবং বয়স্ক। শিশুদের সুস্থতা নিশ্চিত করতে মাকে বেশি সচেতন হতে হবে। খাবার তৈরি আগে হাত সাবান দিয়ে ভালো করে ধুতে হবে। রান্না খাবার পরিষ্কার জায়গায় রাখতে হবে, যেন জীবাণুর সংস্পর্শে না আসে। বয়স্কদের পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। লক্ষ্য রাখতে হবে, শরীর থেকে যেন অতিরিক্ত সোডিয়াম ঘামের সঙ্গে বের হয়ে না যায়।
সারাবাংলা/এটি