Monday 12 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৯ দিনের মাথায় থামল শিক্ষক আন্দোলন


২৯ জানুয়ারি ২০১৮ ১৭:৫০ | আপডেট: ১৫ অক্টোবর ২০১৮ ১৬:৪৩

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাসে ১৯ দিনের মাথায় কর্মসূচি স্থগিত করেছেন এমপিওভুক্ত শিক্ষকরা। চাকরি জাতীয়করণ দাবিতে গত ১০ জানুয়ারি থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন আন্দোলনকারী শিক্ষকরা। এর পাঁচদিন পর তারা আমরণ অনশন শুরু করেন।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও সাধারণ বিভাগের দুই অতিরিক্ত সচিব সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে এসে শিক্ষকদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন।

কর্মসূচির আয়োজক বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াজোঁ ফোরামের উপদেষ্টা রফিকুল ইসলাম আশ্বাসের পরিপ্রেক্ষিতে এ সময় তাদের অনশন স্থগিতের ঘোষণা দেন।

তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাসে ও এসএসসি পরীক্ষার কথা বিবেচনায় রেখে আগামী বাজেট অধিবেশন পর্যন্ত তাদের কর্মসূচি স্থগিত থাকবে।

সারাবাংলা/এমইউএস/একে

 

বিজ্ঞাপন

আর যুদ্ধ নয়: পোপ লিও
১২ মে ২০২৫ ০৯:০৫

আরো

সম্পর্কিত খবর