Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুবিধাবঞ্চিত মানুষের পাশে ‘উই, নট আই’


১৭ মে ২০১৯ ১৯:০২

ঢাকা: পবিত্র রমজান মাসে ইফতার বিতরণ করছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘উই, নট আই’। এবার ঈদে এক হাজার সুবিধাবঞ্চিত শিশুদের হাতে পোশাক তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে সংগঠনটির।

আর্তমানবতার সেবায় এবং সামাজিক সচেতনতা সৃষ্টিতে বছরজুড়েই নানা ধরনের কার্যক্রম পরিচালনা করছে উই, নট আই। নাগরিকদের ডাস্টবিন ব্যবহার ও পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে উৎসাহী করাসহ এসব কার্যক্রমে যুক্ত রয়েছে সংগঠনটির ৫শ’ সেচ্ছাসেবক।

বিজ্ঞাপন

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রুমন রাইয়ান জানান, ২০১৮ সালের ৫ জানুয়ারি মাসে গড়ে তোলা হয় উই, নট আই। নিজেদের সমৃদ্ধিতেও কাজ করে যাচ্ছে উই, নট আই। সংগঠনের কর্মীদের দক্ষতা বাড়াতে ও তরুণ প্রজন্মকে সেচ্ছাসেবামূলক কাজে উদ্বুদ্ধ করতে বিতর্ক ক্লাব, ইংরেজি ভাষা শিক্ষা ক্লাব, সাহিত্য ক্লাব পরিচালনা করা হয়।

ঈদে সুবিধাবঞ্চিত মানুষকে অর্থ ও পোশাক দিয়ে সহায়তা করার জন্য সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানিয়েছে উই, নট আই সংগঠনটি।

ইভেন্ট লিং: https://www.facebook.com/events/472234056892682/?ti=cl

সারাবাংলা/টিসি/এটি

উই নট আই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর