Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্ট্রেলিয়া নির্বাচন: মরিসন নাকি শর্টেন?


১৮ মে ২০১৯ ০৯:১২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মরিসন ও শর্টেন

অস্ট্রেলিয়ায় শুরু হয়েছে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ক্ষমতাসীন লিবারেল পার্টির প্রধানমন্ত্রী জন মরিসন ও লেবার পার্টির বিল শর্টেন। আরও প্রভাব রাখতে পারে গ্রিন পার্টি, ওয়ান নেশন ও ইউনাইটেড অস্ট্রেলিয়া পার্টির নেতারা।

প্রতি তিন বছর পরপর দেশটিতে নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে। শনিবারের (১৮ মে) এই ভোটে নিবিন্ধত ভোটার সংখ্যা ১ কোটি ৬৪ লাখ। খবর বিবিসির।

দ্য অস্ট্রেলিয়ান ইলেক্টোরাল কমিশন (এইসি) জানিয়েছে, সারাদেশে ৭ হাজার নির্বাচনি বুথ স্থাপন করা হয়েছে।

অস্ট্রেলিয়ায় নাগরিকদের ভোট দেওয়া বাধ্যতামূলক। ১৮ বছরের ঊর্ধ্বে কেউ নির্বাচনে অংশগ্রহণ না করলে তাকে ২০ অস্ট্রেলিয়ান ডলার জরিমানা গুনতে হয়। গত নির্বাচনে ৯৫ ভাগ অস্ট্রেলীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করে।

বিজ্ঞাপন

বিগত এক দশকে অস্ট্রেলিয়ার রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ সংকট বজায় আছে। ২০০৭ সালের পর কোনো প্রধানমন্ত্রী পূর্ণ মেয়াদে দায়িত্ব পালন করতে সক্ষম হননি।

নির্বাচনে গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর মধ্যে রয়েছে, জলবায়ু পরিবর্তন, জীবনযাত্রার ব্যয় ও স্বাস্থ্যসেবা।

মতামত জরিপ থেকে জানা যায়, এবারের নির্বাচনে লেবার পার্টি অপেক্ষাকৃত বেশি ভালো করবে। প্রধানমন্ত্রী হিসেবে বিল শর্টেনকে পছন্দ করতে পারেন ভোটাররা।

সারাবাংলা/ এনএইচ

অস্ট্রেলিয়া ভোটগ্রহণ সাধারণ নির্বাচন

বিজ্ঞাপন

সন্তান নিতে চান জয়া আহসান
৫ জুলাই ২০২৫ ২০:১৪

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার
৫ জুলাই ২০২৫ ১৯:৫৬

আরো

সম্পর্কিত খবর