রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে আইজিপির বিদায়ী সাক্ষাৎ
২৯ জানুয়ারি ২০১৮ ১৯:৫৬
সিনিয়র করেসন্ডেন্ট
আইজিপি এ কে এম শহীদুল হক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি তার কর্মকালীন সময়ে বাংলাদেশ পুলিশের কার্যক্রম ও ভবিষ্যত পরিকল্পনার কথা প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিকে অবহিত করেন।
সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এবং বঙ্গভবনে গিয়ে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন আইজিপি। সাক্ষাতকালে আইজিপি পুলিশ বাহিনীর উন্নয়নে সার্বিক সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা জানান। প্রধানমন্ত্রী ও আইজিপির সুস্বাস্থ্য ও সুন্দর জীবন কামনা করেন।
এছাড়া, বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন নেতারা সোমবার দুপুরে পুলিশ হেড কোয়ার্টার্সে আইজিপি এ কে এম শহীদুল হকের সঙ্গে সাক্ষাৎ করে বিদায়ী শুভেচ্ছা জানান।
সোমবার বিকেলের দিকে পুলিশ হেড কোয়ার্টার্সে ‘মুক্তিযুদ্ধে প্রথম প্রতিরোধ’ বইয়ের মোড়ক উম্মোচন করেন। পুলিশ প্রধান বলেন, নবীন পুলিশ সদস্যরা এ বইয়ের মাধ্যমে মুক্তিযুদ্ধে তাদের পূর্বসূরীদের গৌরবগাঁথা, তাদের কৃতিত্ব এবং মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সম্পর্কে জানতে পারবেন।
অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি মো. মোখলেসুর রহমান, অতিরিক্ত আইজিপি মো. মইনুর রহমান চৌধুরী ও অতিরিক্ত আইজিপি মীর শহীদুল ইসলামসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/ইউজে/জেডএফ