Thursday 03 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তি স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী: ডিআরইউ


১৮ মে ২০১৯ ১৯:৫৬ | আপডেট: ১৮ মে ২০১৯ ২৩:০৬

ঢাকা: বিচারাধীন বিষয়ে সংবাদ পরিবেশন করার ক্ষেত্রে উচ্চ আদালতের বিজ্ঞপ্তিতে উদ্বেগ প্রকাশ করেছে সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

সংগঠনটির পক্ষ থেকে শনিবার (১৮ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, এই বিজ্ঞপ্তি স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। কেননা, গণমাধ্যমকর্মীরা আদালতে প্রতিদিন যেসব মামলার সংবাদ সংগ্রহ করে, তার সবই বিচারাধীন।

গত ১৬ মে (বৃহস্পতিবার) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার বিভাগ থেকে বিচারাধীন বিষয় নিয়ে সংবাদ পরিবেশনে বিরত থাকতে সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

ডিআরইউ সভাপতি ইলিয়াস হোসেন ও সাধারণ সম্পাদক কবির আহমেদ খানের যৌথ বিবৃতিতে বলা হয়, ‘বিচারাধীন বিষয়ে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে যথাযথ নিয়ম ও নীতিমালা মেনেই কাজ করে সংবাদকর্মীরা। দীর্ঘ কয়েক দশক ধরে আদালতে কর্মরত সাংবাদিকরা বঙ্গবন্ধু হত্যা মামলা, জেল হত্যা মামলা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলার শুনানিতে উপস্থিত থেকে প্রতিবেদন পরিবেশন করে আসছেন। এর প্রেক্ষিতে দেশের মানুষ মামলার খুঁটিনাটি বিষয়ে জানতে পেরেছে। এর মাধ্যমে বিচার বিভাগের স্বচ্ছতা প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা রেখে আসছে গণমাধ্যম। বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠায়ও গণমাধ্যমের ভূমিকা গৌরবোজ্জ্বল। বিভিন্ন সময়ে বর্তমান ও সাবেক প্রধান বিচারপতি মহোদয়গণও সাংবাদিকদের প্রশংসা করেছেন।’

‘হঠাৎ এই বিজ্ঞপ্তি প্রকাশে স্বাধীন বিচার বিভাগ ও মুক্ত গণমাধ্যমের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। আশা করি, প্রকাশিত বিজ্ঞপ্তি প্রত্যাহারের মাধ্যমে এই অস্বস্তি দূর করবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ’- বলা হয় বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সংবাদ:
‘সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তি স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী’
বিচারাধীন বিষয়ে সংবাদ প্রকাশে বিরত থাকার অনুরোধ

সারাবাংলা/জেআইএল/এটি

তথ্য অধিকার বিচারাধীন মামলা স্বাধীন সাংবাদিকতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর