Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সবাই সচেতন হলে দুর্নীতি কমে আসবে: দুদক চেয়ারম্যান


১৯ মে ২০১৯ ১৭:১৫ | আপডেট: ১৯ মে ২০১৯ ১৭:১৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁদপুর: দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দুর্নীতি বন্ধ হবে না। তবে সবাই আন্তরিকভাবে সচেতন হলে দুনীতি কমিয়ে আনা সম্ভব।

রোববার (১৯ মে) সকাল সাড়ে ১০টায় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা পর্যায়ের কর্মকতাদের সঙ্গে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সভায় তিনি এ কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, আমরা সবাই জানি দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। অর্থনীতি যতো এগিয়ে যাবে, দুর্নীতিও পিছু নেবে। কারণ, দুর্নীতি হচ্ছে উন্নয়নের ভাই-বোন।

আরও পড়ুন: নিজেকে রাজা মনে করবেন না: দুদক চেয়ারম্যান

দুদক চেয়ারম্যান কমিশনের কার্যক্রম সম্পর্কে বলেন, অনেক মামলা হয়েছে। অনেক আটক হয়েছে। অনেককে ডাকা হয়েছে। আমরা কাজ করে দেখিয়েছি। সমাজে একটি বার্তা দেয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু আমরা এমনটা চাই না। আমরা মামলা করতে চাই না। কারণ, মামলার যে কি পরিণতি তা আমরা জানি।

বিজ্ঞাপন

সভায় দুদকের মহাপরিচালক সারওয়ার মাহমুদ, চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মিজানুর রহমানসহ সরকারের বিভিন্ন বিভাগের কর্মকতা, জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমএইচ

চাঁদপুর দুদক চেয়ারম্যান দুর্নীতি দমন কমিশন (দুদক)

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর