Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছিনতাইয়ের পর রোহিঙ্গা ক্যাম্পে আত্মগোপন


১৯ মে ২০১৯ ১৭:৪৯

চট্টগ্রাম ব্যুরো: বিকাশ এজেন্টের ৭৭ লাখ টাকা ছিনতাইয়ে জড়িত চারজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এদের মধ্যে একজন ছিনতাইয়ের পর কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে দুই মাস আত্মগোপনে ছিলেন।

দুই মাস আগে চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় বিকাশ এজেন্টের ৭৭ লাখ টাকা ছিনতাই করে ওই চারজন। কক্সবাজারের উখিয়া উপজেলার কুতপালং রোহিঙ্গা ক্যাম্প, কুমিল্লা, চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

রোববার (১৯ মে) চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) আবদুল্লাহ আল মাসুম জানিয়েছেন, গ্রেফতার চারজন হলেন, জসিম উদ্দিন বকতিয়ার, আমির হোসেন, রাসেল মানিক এবং লিয়াকত আলী। রাসেল মানিকের কাছ থেকে ছিনতাই করা ১১ লাখ এবং আমিরের কাছ থেকে ১ লাখ ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়।

গত ৯ মার্চ রাতে হাটহাজারী পৌরসভা এলাকায় বিকাশ এজেন্ট মিজাব এন্টারপ্রাইজের মালিক সাইফুল ইসলাম টিপুর চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ৭৭ লাখ টাকা ছিনতাই করে দুর্বৃত্তরা। পুলিশ ছিনতাইয়ে ব্যবহৃত অটোরিকশার চালক সালাহউদ্দিন সরোয়ারকে গ্রেফতার করে। এই ঘটনায় দায়ের হওয়া মামলায় সরোয়ারকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার মাসুম সারাবাংলাকে বলেন, সরোয়ারের তথ্যের ভিত্তিতে কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজারে অভিযান চালিয়ে আমরা চারজনকে গ্রেফতার করেছি। ছিনতাইয়ের পরে সরোয়ারকে গ্রেফতার করা হলে তার সঙ্গীরা পালিয়ে যায়। জসিম উদ্দিন বকতিয়া কক্সবাজারের কুতপালং রোহিঙ্গা ক্যাম্পে তার এক আত্মীয়ের ঘরে আত্মগোপন করেছিল। তার বাড়ি কুমিল্লা জেলায়, কিন্তু বৈবাহিক সূত্রে রোহিঙ্গাদের মধ্যে তার আত্মীয় রয়েছে। গ্রেফতার চারজনই আত্মগোপন করেছিল।

বিজ্ঞাপন

ছিনতাইয়ে আরও কেউ জড়িত ছিল কি না সেটা জানতে চারজনকে রিমান্ডে নিতে আবেদন করা হবে বলেও জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুম।

সারাবাংলা/আরডি/এটি

ছিনতাই বিকাশ রোহিঙ্গা ক্যাম্প

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর