Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের


১৯ মে ২০১৯ ১৯:২১

ঢাকা: রাজধানীর ডেমড়ায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আব্দুল হামিদ (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার (১৯ মে) দুপুর ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় আব্দুল হামিদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে মারা যান তিনি।

নিহত আব্দুল হামিদের ছেলে শেখ আহমেদ ইমতিয়াজ জানান, তাদের বাসা ডেমরার ইসলামবাগ এলাকায়। তার বাবা একটি স্কুলে শিক্ষকতা করতেন। এখন অবসরে আছেন। দুপুড়ে সাইনবোর্ড এলাকার একটি দোকান থেকে ওষুধ কিনতে যান। সেখান থেকে বাসায় ফেরার পথে ডেমড়া তামিরুল মিল্লাত মাদ্রাসার সামনে রাস্তা পার হওয়ার সময় একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। তবে শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাকে।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, আব্দুল হামিদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএমএন

অটোরিকশা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর