Sunday 20 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কদমতলিতে ২ ডাকাত গুলিবিদ্ধ


৩০ জানুয়ারি ২০১৮ ০৯:০১ | আপডেট: ৩০ জানুয়ারি ২০১৮ ০৯:০৪

মেডিকেল করেসপন্ডেন্ট

ঢাকা:  রাজধানীর কদমতলির ওয়াসা বটতলা এলাকায় পুলিশের গুলিতে দুই ডাকাত গুলিবিদ্ধ হয়েছে। সোমবার (২৯ জানুয়ারী) রাত আড়াইটার দিকে ঘটনাটি ঘটে।

গুলিবিদ্ধ ডাকাত দলের সদস্যরা হলেন, জালাল (৪৭) ও শামিম (২৭)। তাদের ডান পায়ের হাঁটুতে গুলি লেগেছে। চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসে পুলিশ। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে নেওয়া হয়েছে।

কদমতলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল সারাবাংলকে জানান, আমাদের কাছে সংবাদ আসে ওয়াসা বটতলা এলাকায় ৬ থেকে ৭ জনের একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পুলিশ দ্রুত সেখানে যায়। উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পুলিশের ওপর আক্রমণ করে। পুলিশ আত্মরক্ষার্থের পাল্টা আক্রমণ করলে দুইজন ডাকাত গুলিবিদ্ধ হয়। বাকিরা পালিয়ে যায়। ঘটনা স্থল থেকে ৩টি তাজা ককটেল সহ ডাকাতি করার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। তিনি আরও জানান, এই ঘটনায় কদমতলি থানার দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের রাজারবাগ পুলিশ হাসপাতালে নেওয়া হয়েছে।

সারাবাংলা/টিএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর