কুমিল্লায় বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজনের মৃত্যু
২০ মে ২০১৯ ১২:০৪
কুমিল্লা: কুমিল্লা সদর উপজেলার গোলাবাড়ি সীমান্তের শাহাপুর এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজনের মৃত্যু হয়েছে। বিজিবির দাবি, নিহত সেলিম মিয়া (৪০) একজন মাদক বিক্রেতা।
রোববার (১৯ মে) দিবাগত রাত ১ টার দিকে এই ঘটনা ঘটে।
কুমিল্লা-১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দীন জানান, বিজিবির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে গোলাবাড়ি সীমান্তের শাহাপুরে মাদক বিরোধী অভিযান চালায়। এসময় মাদক চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে গুলি ছুঁড়লে বিজিবিও পাল্টা গুলি ছোঁড়ে। এতে গোলাবাড়ি গ্রামের আলী আহমেদের ছেলে মাদক বিক্রেতা সেলিম মিয়া গুরুতর আহত হয়। তাকে আশংকাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরে সেলিম মিয়ার কোমরে লুঙ্গির সঙ্গে বেঁধে রাখা দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে বলেও জানান বিজিবির অধিনায়ক।
সারাবাংলা/এসএমএন