Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয় উদযাপন ও নৈশভোজের পরিকল্পনা বিজেপি’র


২১ মে ২০১৯ ১২:১৩

লোকসভা নির্বাচনের পর বুথ ফেরত জরিপগুলো আভাস দিয়েছে পুনরায় ক্ষমতায় আসবে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বে এনডিএ জোট। আর তাই মঙ্গলবার (২১ মে) নৈশভোজের আয়োজন করেছেন বিজেপি প্রেসিডেন্ট অমিত শাহ। এছাড়া, দলটির পক্ষ থেকে করা হচ্ছে বিজয় উদযাপনের পরিকল্পনা। খবর দ্য হিন্দুস্থান টাইমসের।

বিজেপির আয়োজনে এই নৈশভোজে উপস্থিত থাকবেন বিহারের মুখ্যমন্ত্রী ও জেডি পার্টির প্রেসিডেন্ট নিতিশ কুমার, শিবসেনা প্রধান উদব ঠাকুরয় ও জনসংস্কৃতি পার্টি প্রধান রাম বিলাস পাসওয়ান। তবে বিজেপির নেতারা এ বিষয়ে সরাসরি মন্তব্য এড়িয়ে যেতে চাচ্ছেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন: পারফেক্ট ইলেকশন হয়েছে: প্রণব মুখার্জি

বিজেপির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, একটি দলের নেতাদের একসঙ্গে আলোচনা অনেক বিষয় থাকে। নির্বাচনের আগে বা পরে পার্টির আয়োজন করা অস্বাভাবিক কিছু নয়।

প্রসঙ্গত, বুথ ফেরত জরিপ মতে ৫৪৩ আসনের লোকসভা নির্বাচনে খুব সহজেই বিজেপি জোট ৩০০ আসনের বেশি পাবে। ২০১৪ সালের নির্বাচনে বিজেপি ৩৩৬ আসন নিয়ে সরকার গঠন করেছিল।

গত ১১ এপ্রিল থেকে শুরু হয়ে ১৯ মে পর্যন্ত চলা ১৭তম লোকসভার নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে আগামী ২৩ মে।

সারাবাংলা/এনএইচ

অমিত শাহ ভারত ভারতীয় জনতা পার্টি (বিজেপি) লোকসভা নির্বাচন

বিজ্ঞাপন
সর্বশেষ

গুলশানে দুইজনের গলাকাটা মরদেহ উদ্ধার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১২:৫৫

ঢাকার পথে প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩৩

সম্পর্কিত খবর