Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহজালালে উচ্চ ক্ষমতার ড্রোনসহ বিদেশি আটক


৩০ জানুয়ারি ২০১৮ ১৪:৪৮

সিনিয়র করেসপন্ডেন্ট

শাহজালালে বিমানবন্দরে একজন বিদেশি যাত্রীর ব্যাগ থেকে উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি ড্রোন আটক করেছে শুল্ক  গোয়েন্দা। সোমবার রাত দেড়টায় আমেরিকান এক যাত্রীর কাছ থেকে এই ড্রোন আটক করা হয়।

শুল্ক গোয়েন্দার মহাপরিচালক ড. মইনুল খান সারাবাংলাকে জানান, আমেরিকান পাসপোর্টধারী ওই যাত্রীর নাম মার্ক রুমাম কুটরোবস্কির (২২)। ড্রোনটিসহ গত ২৬ জানুয়ারি এমিরেটস এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঘোষণা ছাড়াই তিনি বাংলাদেশে আসেন। তিনি চায়না সাউদার্ন এয়ারলাইনসের একটি ফ্লাইটে গোয়াংজু হয়ে আমেরিকা যাওয়ার আগে বোর্ডিং লাউঞ্জে অবস্থান করছিলেন। এ সময় গোপন খবরের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা দল ড্রোনটি আটক করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন ড্রোন। এতে ৯টি ক্যামেরা আছে।জিজ্ঞাসাবাদে জানা গেছে তিনি ড্রোনটি ব্যবহার করে দেশের ভেতর বিভিন্ন স্থানের স্থিরচিত্র ও ভিডিও ধারণ করেন। ড্রোনটির মেমরি কার্ড পরীক্ষা করে দেখছে শুল্ক গোয়েন্দারা।

ড্রোন আমদানি নিয়ন্ত্রিত পণ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ও প্রয়োজনীয় দলিলাদি না থাকায় দেশের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় ড্রোনটি আটক করা হয়েছে বলে জানান গোয়েন্দা মহাপরিচালক।

সারাবাংলা/ইউজে/এনএস/জেডএফ

 

বিজ্ঞাপন

ভারতের ভিসা পেলেন না পরীমণি
১৬ জানুয়ারি ২০২৫ ১৮:৫৬

আরো

সম্পর্কিত খবর