Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলন্ত ট্রেনের ছাদে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আনসার সদস্য জখম


২৫ মে ২০১৯ ২৩:০৩

ঢাকা: রাজধানীর তেজগাঁও এলাকায় চলন্ত ট্রেনের ছাদে ছিনতাইকারীর ছুরিকাঘাতে রাজীব আহমেদ (২২) নামে এক আনসার সদস্য গুরুতর জখম হয়েছেন।

শনিবার (২৫ মে) সন্ধ্যায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। তবে আঘাত বাম পাঁজরে হওয়ায় চিকিৎসকরা তাকে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। এর আগে বিকেল ৫টার দিকে এই ঘটনা ঘটে।

রাজীব আহমেদের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোল্লা কান্দি গ্রামে। তার বাবার নাম সিরাজুল সরদার।

রাজীবের বড় ভাই আবু বক্কর জানান, রাজীব নরসিংদী জেলার রায়পুরায় কর্মরত। ঝিনাইদহ যাওয়ার জন্য নরসিংদী থেকে ট্রেনের ছাদে ঢাকায় আসছিলেন রাজীব। ট্রেনটি তেজগাঁও এলাকায় পৌঁছালে কয়েকজন ছিনতাইকারী তার বাম পাঁজরে ছুরিকাঘাত করে এবং তার হাতে থাকা ব্যাগটি নিয়ে যায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সারাবাংলা/এসএসআর/এটি

ছুরিকাঘাত ট্রেনের ছাদে ছিনতাই


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর