Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ এখন আর গণতান্ত্রিক রাষ্ট্র নয়: মির্জা ফখরুল


২৭ মে ২০১৯ ২১:৫৪

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেনবাংলাদেশ এখন আর স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র নয়। স্বৈরাচারী ও ফ্যাসিস্ট সরকারের কবলে পড়ে বাংলাদেশ এখন একনায়কতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়েছে।

সোমবার (২৭ মে) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এক ইফতার মাহফিলে মির্জা ফখরুল এ সব কথা বলেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এ ইফতার মাহফিলের আয়োজন করে।

বিজ্ঞাপন

বিএনপির মহাসচিব বলেন, ‘বাংলাদেশ একনায়কতান্ত্রিক দেশগুলোর মধ্যে অন্যতম একটি দেশে পরিণত হয়েছে। এটি শুধু আমাদের কথা নয়, এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আমরা চরম উদ্বেগের সঙ্গে লক্ষ করছি যে, আমরা যে সব গণতান্ত্রিক মূল্যবোধ অর্জন করেছিলাম, গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো নির্মাণ করেছিলাম তা একে একে ধ্বংস করে ফেলা হয়েছে।’

বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে কারারুদ্ধ করে রাখা হয়েছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘গণতন্ত্রের মাতা খালেদা জিয়া, গণতন্ত্রের জন্য তিনি লড়াই করে গেছেন। এই ইফতার মাহফিলে তিনি প্রধান অতিথি হিসেবে অংশ নিতেন, সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করতেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য তাকে প্রায় ১৫ মাস ধরে মিথ্যা মামলায় কারাগারে বন্দি রাখা হয়েছে। তিনি সুচিকিৎসার ন্যূনতম সুযোগটুকুও পাচ্ছেন না।’

বর্তমান সরকার সংবাদমাধ্যমের স্বাধীনতা সম্পূর্ণভাবে হরণ করেছে অভিযোগ করে বিএনপির মহাসচিব আরও বলেন, ‘২০০৮ সালের পর থেকেই অত্যন্ত পরিকল্পিতভাবে এ সরকার একের পর এক বিভিন্ন পত্রিকা বন্ধ করে দিয়েছে। বিভিন্ন টেলিভিশন চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছে, সাংবাদিকরা চাকরিচ্যুত হয়েছে। তা ছাড়া ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে সাংবাদিকদের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন

‘আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারী এই সরকারের পতন ঘটানো আবশ্যক’ মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘দলমতের চিন্তা না করে বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করার জন্য আমাদের আন্দোলন গড়ে তুলতে হবে। দেশকে একদলীয় শাসনের হাত থেকে মুক্ত করার জন্য খালেদা জিয়াকে জেল থেকে মুক্ত করে আনার কোনো বিকল্প নেই। একটি নিরপেক্ষ সরকারের অধীনে ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমে ফের সুষ্ঠু নির্বাচনের দাবি জানাই।’

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন- বিএফইউজে সভাপতি রুহুল আমিন গাজীর সভাপতিত্বে ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামের সাধারণ সম্পাদক ডা. শফিকুল ইসলাম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইলিয়াস হোসেনসহ অন্যরা।

সারাবাংলা/ওএম/একে

ইফতার মাহফিল মির্জা ফখরুল ইসলাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর