Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাগড়াছড়িতে দুদকের অভিযানে বিআরটিএ’র দালাল আটক


২৮ মে ২০১৯ ১৭:৩৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানে বিআরটিএ’র দালাল চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৮ মে) সকালে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে দুদক রাঙ্গামাটি সমন্বিত কার্যালয়ের উপপরিচালক নাসির উদ্দিন আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

লিখিত পরীক্ষার কেন্দ্র থেকে দালাল চক্রের সদস্য সোহেল চাকমাকে আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে হস্তান্তর করে দুদক।

অভিযানে দুদক’র সহকারী পরিচালক সৈয়দ নজরুল ইসলাম, আবুল বাশার ও খাগড়াছড়ি জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন মজুমদার উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

খাগড়াছড়ি বিআরটিএ কার্যালয়ে হয়রানির শিকার হওয়া গ্রাহকরা দুদকের কাছে লাগামহীন দুর্নীতির অভিযোগ করে। বিধি মোতাবেক বিআরটিএ কর্তৃপক্ষের কাছে দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে সুপারিশ পাঠাবে বলে জানান দুদক কর্মকর্তারা।

সারাবাংলা/এমএইচ

দালাল আটক দুদকের অভিযান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর