Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বার্লিন সম্মেলনে জলবায়ু ও রোহিঙ্গা সংকটের ভয়াবহতা তুলে ধরবে ঢাকা


২৮ মে ২০১৯ ১৭:৫৮

ঢাকা: এবারের বার্লিন জলবায়ু ও নিরাপত্তা সম্মেলনে ঢাকার পক্ষ থেকে জলবায়ু ও রোহিঙ্গা সংকটের ভয়াবহতা সম্পর্কে বিশ্বনেতাদের কাছে তথ্যভিত্তিক প্রতিবেদন উপস্থাপন করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

জার্মানির বার্লিনে আগামী ৪ জুন বার্লিন জলবায়ু ও নিরাপত্তা সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

বিজ্ঞাপন

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এবারের সম্মেলনে বাংলাদেশসহ এই অঞ্চলের প্রধান দু’টি সমস্যা জলবায়ু পরিবর্তন ও রোহিঙ্গা সমস্যার ভয়াবহতা এবং এই অঞ্চলে এর প্রভাব বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বক্তব্য দেবেন।

বার্লিন জলবায়ু ও নিরাপত্তা সম্মেলন ফোরামের লক্ষ্য জলবায়ুনীতি ও জলবায়ু পরিবর্তনের সঙ্গে সংশ্লিষ্ট নিরাপত্তা বিষয়ক আন্তর্জাতিক নীতির উন্নয়ন করা। বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় একটি প্রতিরোধমূলক কাঠামো নির্মাণের প্রয়োজনীয়তা নিয়ে এই সম্মেলনে আলোচনা হবে।

জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট বিভিন্ন সমস্যা, যেমন প্রাকৃতিক সম্পদ নিয়ে দ্বন্দ্ব, আসন্ন খাদ্য সংকট, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে সমুদ্রবক্ষে ভূ-পৃষ্ঠের বিলীন হয়ে যাওয়া, বাস্তুচ্যুতির ফলে পারিবারিক, আঞ্চলিক ও বিশ্বব্যাপী সামাজিক অস্থিরতা তৈরিসহ বিভিন্ন সমস্যা এই সম্মেলনে স্থান পাবে।

এ ছাড়া, আগামী ৫ জুন অনুষ্ঠেয় চতুর্থ জার্মান-এশিয়া বাণিজ্য সংলাপেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সংলাপ জার্মান ও এশিয়ার উদ্যোক্তা, রাজনীতিবিদ ও কূটনীতিকদের আরও কাছাকাছি আনতে সহায়ক হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সংলাপে মুক্ত বাণিজ্য, উদ্ভাবনী প্রযুক্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় স্থান পাবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআইএল/টিআর

জলবায়ু ও নিরাপত্তা সম্মেলন জলবায়ু পরিবর্তন বার্লিন সম্মেলন রোহিঙ্গা সংকট

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর