ওমেন্স ওয়ার্ল্ডে মেয়াদোত্তীর্ণ প্রসাধনী, ১০ লাখ টাকা জরিমানা
৩১ মে ২০১৯ ১৯:৩১ | আপডেট: ৩১ মে ২০১৯ ১৯:৩২
ঢাকা: রাজধানীর ধানমন্ডি এলাকার ওমেন্স ওয়ার্ল্ড বিউটি পার্লারে অভিযান চালিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে বিপুল পরিমান মেয়াদোত্তীর্ণ কসমেটিকস জব্দ করা হয়। সেই সঙ্গে পার্লারটিকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (৩১ মে) বিকেলে র্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদের নেতৃত্বে পরিচালিত অভিযানে এসব জরিমানা ও মেয়াদোত্তীর্ণ কসমেটিক জব্দ করা হয়। অভিযান শেষে সন্ধ্যায় সারাবাংলাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজেই এসব তথ্য নিশ্চিত করেছেন।
নিজাম উদ্দিন আহমেদ বলেন, ‘রাজধানীর জনপ্রিয় বিউটি পার্লার ওমেন্স ওয়ার্ল্ডের ধানমন্ডি ২৭ শাখায় অভিযান চালিয়ে আমরা বিপুল পরিমান মেয়াদোত্তীর্ণ এবং লেভেল ছাড়া কসমেটিকস পণ্য পেয়েছি। অবাক হওয়ার মতো বিষয় হচ্ছে তাদের কাছে আমরা ২০১৬ সালে মেয়াদ শেষ হয়ে যাওয়া কসমেটিকস পণ্যও পেয়েছি। যা ব্যবহারে নারীদের স্কিনে ক্যান্সারসহ নানা ধরনের রোগ হতে পারে।’
তাই প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার আইনে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে বিপুল পরিমান মেয়াদোত্তীর্ণ কসমেটিকস জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।
সারাবাংলা/এসএইচ/এমও