Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবিতে ক্লাস-পরীক্ষা স্থগিত

ঢাবি করেসপন্ডেন্ট
২৭ জানুয়ারি ২০২৫ ১১:২৭ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৫ ১৩:১৫

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত সরকারি সাত কলেজের মধ্যে সংঘাতকে ঘিরে অনিবার্যকারণে ঢাবির ক্লাস-পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার (২৭ জানুয়ারি) ভোর ৪টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উল্লেখ্য, সাত কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় বানানোর দাবিকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণতন্ত্র তোরণে অবস্থান নিয়েছিল অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। পরে ঢাবির স্যার এ এফ রহমান হলের শিক্ষার্থীরা অবস্থান নিলে রাত সাড়ে ১১টার দিকে ইটপাটকেল ছোড়াছুড়ির শুরু হয়। যেটা রাত ৩টা পর্যন্ত চলতে থাকে। এতে বিশ্ববিদ্যালয়ে চরম উত্তেজনা বিরাজ করছে।

বিজ্ঞাপন

পরে আইন শৃঙ্খলা বাহিনী টিয়ারগ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় ঢাবির অন্তত ছয় জন ও সাত কলেজের অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

সারাবাংলা/এআইএন/ইআ

ক্লাস-পরীক্ষা স্থগিত ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর