Tuesday 06 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবানে মগ লিবারেশন পা‌র্টির ৩ সদস্য আটক


১ জুন ২০১৯ ০২:৫২ | আপডেট: ১ জুন ২০১৯ ০২:৫৩

‌বান্দরবান: বান্দরবানে মগ লিবারেশন পা‌র্টির (এমএল‌পি) তিন সদস্যকে আটক করেছে নিরাপত্তা বা‌হিনী।

বৃহস্প‌তিবার (৩০ মে) রাতে রুমা উপজেলার ব্যসার্ধ পাড়া, রুমাছ‌ড়ি পাড়া ও ঠান্ডা ঝি‌ড়ি পাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

পরে শুক্রবার রুমা থানার মাধ্যমে তাদের তিনজনকে বান্দরবান সদর থানায় আনা হয়। আটক ব্যক্তিরা হলেন মংটু মারমা (৩১), উ‌চিং মং মারমা (২৬) ও উচাইনু মারমা (৩০)।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. শ‌হিদুল ইসলাম তাদের আটকের কথা স্বীকার করে বলেন, ‘তাদের ব্যাপারে এখনো নি‌শ্চিত করে কিছু বলা যাচ্ছে না, তবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

সারাবাংলা/এমআই

আটক বান্দরবান মগ লিবারেশন পার্টি